কৃষকেরা শেখাবেন কৃষি প্রযুক্তি

তিনটি কৃষক সংগঠনকে সাথে নিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ আয়োজন করছে উদ্ভাবনী কৃষি মেলা

Location: শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ।. 20th Nov 2014

আগামী ২০ নভেম্বর ২০১৪, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে 'কৃষি উদ্ভাবনী মেলা ২০১৪'। মেলায় স্থানীয় তিনটি কৃষকেরা দেখাবেন জলবায়ূ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে তারা কী ধরনের কৌশল অবলম্বন করছেন। ম্যানগ্রোভস ফর দ্য ফিউচার এর অর্থায়নে, আই ইউ সি এন বাংলাদেশের সহায়তায় মেলা টি আয়োজিত হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর মাধ্যমে।

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনে বিশাল ঝুঁকিপূর্ণ। এই এলাকার মানুষের খাদ্য নিরাপত্তা এবং জীবন-জীবিকা জলবায়ু পরিবর্তনের কারনে কৃষি উৎপাদন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।  এই প্রেক্ষিতে ম্যানগ্রোভস ফর দ্য ফিউচার এর অর্থায়নে, আই ইউ সি এন বাংলাদেশের সহায়তায়, লিডার্স শ্যামনগর উপজেলায় জলবায়ু সহনশীলতায় জনগনের উদ্যোগ প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এর সাথে টিকে থাকার কৌশল অবলম্বন করে কৃষকের উদ্ভাবনী নিয়ে লিডার্স, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও তিনটি কৃষক সংগঠনের আয়োজনে কৃষি উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলা উদ্বোধন করববেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু সায়েদ মোঃ মঞ্জুর আলমও সভাপতিত্ব করবেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নজরুল ইসলাম। বুড়িগোয়ালিনী ইউনিয়নের তিনটি কৃষক সংগঠন তাদের জলবায়ু পরিবর্তনের সাথে টিকে থাকার জন্য যেসকল কৌশল অবলম্বন করতেছেন তার প্রদর্শনী দেখা যাবে মেলায়। এছাড়া মেলায় সুন্দরবন এলাকার কৃষি নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কৃষকদের নিয়ে গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বার্তাপ্রেরকঃ সুব্রত কুমার গাইন, লিডার্স। যোগাযোগঃ +8801854802318; subrota.ledars@gmail.com;

সম্পাদকের জন্যে তথ্যঃ

  • লিডার্স বা 'লোকাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি' বাংলাদেশের সাতক্ষীরা জেলাস্থ শ্যামনগর উপজেলার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। লিডার্স মূলত প্রান্তিক কৃষক এবং সুন্দরবনের সম্পদ নির্ভর দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে থাকে। লিডার্স সম্পর্কে আরো জানতে দেখুন লিডার্সের ওয়েবসাইটঃ http://ledars.org
  • আই ইউ সি এন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার হল বিশ্বব্যাপী প্রকৃতি সংরক্ষনে নেতৃত্বদানকারি সংস্থা । আই ইউ সি এন সম্পর্কে আরো জানতে দেখুন আই ইউ সি এন এর ওয়েবসাইটঃ www.iucn.org
  • ম্যানগ্রোভস ফর দ্য ফিউচার বা এম এফ এফ, ভারত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত উপকূল ব্যাবস্থাপনার একটি আঞ্চলিক উদ্যোগ যার নেতৃত্ব দেয় আই ইউ সি এন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী- ইউ এন ডি পি। এম এফ এফ সম্পর্কে জানতে দেখুন এম এফ এফ এর ওয়েবসাইটঃ www.mangrovesforthefuture.org